মেহেরপুরের গাংনীতে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসেবে অসহায় দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে গাংনী পৌরসভা। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে পৌরসভা প্রাঙ্গণে এ খাদ্যসহায়তা বিতরণ করা হয়। পৌর মেয়র আহমেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সহায়তা প্রদানের উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানম।
এ কর্মসূচির আওতায় ৩ হাজার ৮১ জনকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়। প্রধানমন্ত্রীর ঈদ উপহার হাতে পেয়ে খুশি পৌর সভার কর্মহীন, দুস্থ ও অসহায় মানুষেরা।
এ সময় ট্যাগ অফিসার প্রকৌশলী মাহফুজুর রহমান, কাউন্সিলরবৃন্দ, পৌর সভার উচ্চমান সহকারী জামিরুল ইসলাম টিক্কা বিশ্বাস, আসলাম আলী প্রমূখ উপস্থিত ছিলেন।