গাংনীর সাহারবাটি গ্রামে বোমা বিষ্ফোরণ ও সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার সুষ্ঠু তদন্ত দাবীতে সংবাদ সম্মেলন করেছেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ও সাহারবাটি গ্রামের বাসিন্দা রাকিবুল ইসলাম টুটুল। আজ সোমবার বিকেলে সাহারবাটি মধ্যপাড়া মোড়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। রাকিবুল ইসলাম টুটুল সাহারবাটি গ্রামের মধ্যপাড়ার শফিকুল ইসলামের ছেলে।
টুটুল তার বক্তব্যে বলেন, চলতি বছরের ২৪ এপ্রিল সাহারবাটি গ্রামে বোমা হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে টুটুল পক্ষের ২৬ জনকে আসামী করা হয়। মামলার সকল আসামী বর্তমানে জামিনে রয়েছে। মামলাটি তদন্ত যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সে ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।
সংবাদ সম্মেলনে আরো জানান, আগামী ইউপি নির্বাচনে অংশ গ্রহণের আশাবাদ ব্যক্ত করায় প্রতিপক্ষ একটি গ্রুপ ঈর্ষান্বিত হয়ে নানা অপবাদ ছড়ানো ছাড়াও মিথ্যা মামলা করছেন।
ইতোপূর্বে এসব কথিত সমাজপতিরা একজন পতিতাকে ভাড়া করে এনে তার অনুগতদেরকে ফাঁসানোর চেষ্টা করে।
তাছাড়া ২০২০ সালের নভেম্বর মাসে ভাড়াটিয়া সন্ত্রাসীদের দ্বারা মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়। এ বিষয়ে মেহেরপুর আদালতে ৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। মামলা নম্বর সিআর ৩৫৮/২০ যাহা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয়ে
তদন্ত চলমান। ২০১৩ সালে সংগঠনের ঘর পুড়িয়ে দেয় প্রতিপক্ষরা। এ বিষয়ে গাংনী থানায় একটি জিডিও করা হয়। সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।