মেহেরপুরের গাংনী উপজেলায় ৫টি ইউপি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার বাহিনীর সদস্যদের সুষ্ঠু ও নিরপেক্ষ ভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে ব্রিফিং করেছে মেহেরপুর জেলা পুলিশ। আজ বুধবার বেলা ১১ টার দিক গাংনী থানা চত্ত্বরে এ ব্রিফিং অনুষ্ঠিত হয়।
মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) বজলুর রহমান। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ভিডিপি জেলা কমান্ডার রাকিবুল ইসলাম।
পুলিশ সুপার সকল সদস্যদের সঠিকভাব দায়িত্ব পালনের ব্যাপারে সজাগ করণ ও দিক নির্দেশনা দেন।
উল্লখ্য, গাংনী উপজেলার কাথুলী, তেঁতুলবাড়িয়া, সাহারবাটি, বামন্দি ও মটমুড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর বৃহষ্পতিবার।