মেহেরপুরের গাংনীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোরবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা বিএনপি’র কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপি এ সভার আয়োজন করে।
উপজেলা বিএনপি’র সভাপতি রেজাউল হক’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাভেদ মাসুদ মিল্টন।
এ সময় জেলা বিএনপি’র সহ-সভাপতি শহিদুল ইসলাম নাসির, হামিদুল হক, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলী ভুট্টো, যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান গাড্ডু, আব্দুল আওয়াল, আলফাজ উদ্দিন কালু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দাল হক, সাধারণ সম্পাদক কাওছার আলী, উপজেলা যুবদলের আহবায়ক আব্দুল মালেক চপল, সদস্য সচিব জাহিদুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক সাইদুল ইসলাম, সদস্য সচিব এনামুল হক, উপজেলা শাখা ছাত্রদলের আহ্বায়ক সাজেদুর রহমানসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষাংশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ প্রয়াতঃ সকল নেতাকর্মীর আত্মার মাগফেরাত ও দেশের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।