মেহেরপুরের গাংনীতে জেলা আওয়ামী লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টার দিকে গাংনী পাইলট মাধ্যমিক স্কুল এন্ড কলেজ চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি আব্দুল হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এমপি বলেন, মেহেরপুরে আওয়ামী লীগ সরকার ছাড়া অন্য কোন সরকার উন্নয়ন করেনি। ঐতিহাসিক মুজিবনগর খ্যাত মেহেরপুরে যেমন উন্নয়ন হচ্ছে তেমনভাবে গাংনী উপজেলার উন্নয়ন করা হবে। তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান, মেম্বর নির্বাচিত দেখতে চান। গাংনীতে আওয়ামী লীগের ভিত্তি অনেক মজবুত। তাই গাংনীকে উন্নয়নে ভরপুর করতে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের অংশ হিসাবে এখানেও উন্নয়ন করার সর্বাত্মক চেষ্টা করা হবে। বক্তব্য প্রদানকালে তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, করোনাকালীন সময়ে বিএনপি মানুষের পাশে এসে না দাঁড়িয়ে ঘরে বসেছিল। তারা ভেবেছিল করোনা পরিস্থিতিতে মানুষ বিপদে পড়বে। আর তারা সরকারের ভুল ধরবে। কিন্তু করোনা পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আওয়ামী লীগ সরকার মানুষের পাশে দাঁড়াতে পেরেছে।
গাংনী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. রাশেদুল হক জুয়েল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর আওয়ামীলীগের সভাপতি ছানোয়ার আসেন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাবেক ছাত্রনেতা ইসমাইল হোসেন, আমজাদ হোসেন প্রমূখ।