মেহেরপুরের গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে সাবেক ছাত্রলীগ নেতৃবৃন্দ কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করে । সোমবার সন্ধ্যায় গাংনী সরকারি ডিগ্রী কলেজের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে জেলা ও উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
“শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস” প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা গাংনী উপজেলার যুবলীগের সাধারণ সম্পাদক শফি কামাল পলাশের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রলীগ নেতা সুবাক্তগীন মাহমুদ পলাশ, নকিম উদ্দিন, আমজাদ হোসেন, মতিয়ার রহমান, রাইপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, প্রাথমিক শিক্ষক সমিতির নেতা নুরুজ্জামান সেলিম, তেরাইল- জোরপুকুরিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুম উল হক মিন্টু, রিন্টু মিশন স্কুলের পরিচালক নুরুল ইসলাম রিন্টু, কাজিপুর ডিগ্রী কলেজের প্রভাষক রিয়াজ উদ্দিন, আহসান হাবিব, চপল, মইনুল ইসলাম অনুষ্ঠানটি উপস্থাপনা করেন গাংনী সরকারি ডিগ্রী কলেজের প্রভাষক নাসির উদ্দিন। এ সময় জেলা ও উপজেলা ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ১৯৬৪ সালের ১৮ অক্টোবর জন্ম হয়েছিল শেখ রাসেলের। ১৯৭৫ সালের ১৫ অগাস্ট সপরিবারে জাতির পিতাকে সপরিবারে হত্যার করে যে ঘাতক চক্র, ১১ বছরের শিশু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র রাসেলও রেহাই দেয়নি তারা।
তখন বিদেশে থাকায় প্রাণে বেঁচে যান বঙ্গবন্ধুর দুই মেয়ে শেখ হাসিনা ও শেখ রেহানা। শেখ হাসিনা এখন টানা তৃতীয় মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।