মেহেরপুরের গাংনীতে সাঈদ হার্ডওয়ারের দোকানে টিনের ছাউনি কেটে চুরির ঘটনায় হাউস নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গাংনী থানা পুলিশ। হাউস উপজেলার কাষ্টদহ গ্রামের ইউনুছ আলীর ছেলে। হাউসের বিরুদ্ধে চুরি, ছিনতাই, বোমা বিষ্ফোরণসহ একাধিক অভিযোগ রয়েছে।
গাংনী থানার ওসি বজলুর রহমান জানান,
১৪ ফেব্রুয়ারী রাতে গাংনী বাজারের সাইদ হার্ডওয়ারের দোকানের টিনের ছাউনি কেটে নগদ টাকা চুরির ঘটনা ঘটে। দোকানের মধ্যে সিসি টিভি’র ফুটেজ দেখে এ উপজেলার কাষ্টদহ গ্রামের ইউনুছ আলীর ছেলে হাউসকে (২৬) গ্রেপ্তার করা হয়। হাউসের নামে এর আগে গাংনী থানায় বোমা বিষ্ফোরণ, ডাকাতি, গরু চুরিসহ মোট ৭ টি মামলা রয়েছে।