মেহেরপুরের গাংনীতে কর্মশালা করেছে amarmp নামের একটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন।
বুধবার (১৮ আগস্ট ২০২১) সকালে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়। এ কার্যক্রমের আওতায় উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিভিন্ন শ্রেণী-পেশার ৩৬ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় amarmp , ই-বাংলাদেশ, আমার প্রতিনিধি, আমার বাংলাদেশ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রশিক্ষকরা।
এর মাধ্যমে মাননীয় সংসদ সদস্য ও জনগনের মধ্যে পারস্পারিক চাহিদা নিরূপণ সহজ হবে ও সেতু বন্ধন হিসেবে কাজ করবে।