সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ ও দোষীদের বিচারের দাবীতে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
শনিবার (২৩ অক্টোবর ২০২১) বেলা ১১ টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনী উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু এডভোকেসি ফোরাম, বিকশীত নারী নেটওয়ার্ক ও ইয়ূথ এ্যান্ডিং হাঙ্গার এ মানববন্ধনের আয়োজন করে।
সুজনের গাংনী উপজেলা শাখার সভাপতি ও গাংনী ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যাপক আব্দুর রশিদ এ মানববন্ধনের সভাপতিত্ব করেন।
সুজনের সহ-সভাপতি এসএম সায়েম পল্টুর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি ইয়াসিন রেজা, সুজনের গাংনী উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আজিজুল হক রানু।
সাম্প্রদায়িক সহিংসতা বন্ধ করে অবিলম্বে সহিংস ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠণ করে দোষীদের সর্বোচ্চ বিচারের দাবি জানান বক্তারা। এ সময় মানববন্ধনে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।