মেহেরপুরের গাংনীতে হাতুড়ি পেটায় বিদ্যুৎ হোসেন (২৮) নামের এক যুবক আহত হয়েছে। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার গোপালনগর চারচারা মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত বিদ্যুৎ হোসেন উপজেলার বানিয়াপুকুর গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে।
আহত বিদ্যুৎ জানান, ট্রাক্টর ভাড়ার টাকা দিতে গোপালনগর যাওয়ার পথে চারচারা মোড় এলাকায় পৌঁছুলে আগে থেকে উৎপেতে থাকা উপজেলার গোপালনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে রাজা (১৬) ও ইউপি সদস্য আজাদ আলীর ছেলে স্বাক্ষর (১৭) সহ বেশ কয়েকজনের একটি সংঘবদ্ধ দল তার উপর অতর্কিত হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করে। এ সময় পকেট থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেয় এবং তার কাছে থাকা ডাবল ডিস্ক পালসার মোটর সাইকেলটি ভাঙচুর করে তারা পালিয়ে যায়। পথচারীরা বিদ্যুৎকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক বিদ্যুৎকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ডাক্তারি পর্যবেক্ষণের জন্য ভর্তি রাখা হয়। রাতে অবস্থার অবনতি দেখা দিলে তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
গোপাল নগর গ্রামের ব্যবসায়ী রবিউল ইসলাম জানান, আমার দোকানের কর্মচারী হরিপদ দাস এর ছেলে সুজন দাস এর সাথে গত একমাস আগে ফেসবুক মেসেঞ্জারে কথোপকথনকে কেন্দ্র করে রাজা ও স্বাক্ষর সুজন দাসকে পিটিয়ে আহত করেছিল। সে সময় গাংনী থানা পুলিশ ও ইউপি সদস্য আজাদ আলীর মধ্যস্থতায় তাদের ক্ষমা করে ইউপি সদস্যের জিম্মায় দেয়া হয়েছিল।
এ বিষয়ে সুজন দাস এর কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, রাজা এক সময় আমার বন্ধু ছিল। ফেসবুক মেসেঞ্জারে তার সাথে বন্ধুসুলভ ঠাট্টা করতে গিয়ে রাজাসহ বেশ কয়েকজন মিলে আমাকে মারধর করে। এলাকাবাসীর মধ্যস্থতায় সে বিষয়টি নিষ্পত্তি হয়।
এ বিষয়ে ইউপি সদস্য আজাদ আলীর কাছে জানতে চাওয়া হলে তিনি এ অভিযোগ অস্বীকার করে তার ছেলে রায়পুরে বড়া খাওয়ার জন্য গিয়েছিল। তার ছেলে মারামারির ঘটনা কিছুই জানেন না বলে জানান।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।