মেহেরপুরের গাংনীতে হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার রাত ৯ টার দিকে গাংনীস্হ কেন্দ্রীয় মন্দিরে এ সংবর্ধনা দেয়া হয়। কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সাবেক সভাপতি দীনবন্ধু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর -২ (গাংনী) আসনের সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুশান্ত কুমার পাত্র। সুকেশ চন্দ্র বিশ্বাসের উপস্থাপনায় এ সময় বক্তব্য রাখেন, পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মকছেদ আলী, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, আওয়ামী যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম তৌহিদ, ৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর সাজেদা খাতুন, উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি অশোক চন্দ্র বিশ্বাস, গাংনী বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।