গাংনীতে ১০টি হাত বোমা সদৃশ বস্তু, বিস্ফোরক দ্রব্য ও গাঁজা উদ্ধার
১০টি হাত বোমাসদৃশ বস্তু, ২৫ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ২শ’৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ। শনিবার রাত পৌনে ৯টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার হিজলবাড়িয়া গ্রামের আঃ জব্বারের বসত বাড়ি থেকে এ সকল দ্রব্য উদ্ধার করা হয়। আব্দুল জব্বার উপজেলার সাহারবাটি ইউনিয়নের হিজলবাড়িয়া গ্রামের বাঙালপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে।
গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হিজলবাড়িয়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে হিজলবাড়িয়া বাঙাল পাড়ার মসজিদের পূর্ব পাশে বসত ঘরের মধ্যে মাটির হাড়িতে রক্ষিত লাল স্কচ টেপ দিয়ে মোড়ানো ১০টি হাত বোমা সদৃশ বস্তু, ২৫ গ্রাম বিস্ফোরক দ্রব্য ও ২শ’ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ির সকলে পালিয়ে যায়। এ বিষয়ে গাংনী থানায় মামলার প্রস্তুতি চলছে।
এ জাতীয় আরো খবর..