মেহেরপুরের গাংনী উপজেলার রামনগর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে ১০০ পিস ইয়াবাসহ লিখন মিয়া (২৭) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লিখন মিয়াকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। লিখন মিয়া চরগোয়াল গ্রামের আনোয়ার হোসেনের ছেলে। অভিযানে নেতৃত্ব দেন ডিবি পুলিশের এসআই অজয় কুমার কুন্ডু, এএসআই আহসান হাবীব ও এএসআই জসিমসহ সঙ্গীয় ফোর্স। এ ঘটনায় লিখন মিয়ার বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হয়েছে।