বাংলাদেশে ২০০৪ সালের ২১ শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের এক জনসভায় গ্রেনেড হামলা হয়। হামলায় দেশের ১৯ তম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী ও শীর্ষস্থানীয় নারী নেত্রী মিসেস আইভি রহমানসহ ২৪ জন নিহতের ঘটনা ঘটে। সে সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনাসহ প্রায় ৩০০ লোক আহত হয়। দিবসটির ১৭ তম বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে মেহেরপুরের গাংনী উপজেলা আওয়ামী লীগের সদস্যরা।
শনিবার সকাল ১০ টার দিকে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৭৪ মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি মাস্টার এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন,
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বামন্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস,
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,
কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা,
মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ,
সাহারবাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম ফারুক,
জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেচুর রহমান মুকুল,
পৌর আওয়ামীলীগের সভাপতি সানোয়ার হোসেন বাবলু,
বামন্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল,
বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু,
যুবলীগ নেতা ও পৌরসভার সাবেক কাউন্সিলর নবীর উদ্দিন,
সাবেক ছাত্রনেতা শাহিদুজ্জামান শিপু,
জেলা ছাত্রলীগ সভাপতি মুনতাসির জামান মৃদুল,
উপজেলা ছাত্রলীগ সভাপতি আমিনুল ইসলাম সেন্টু,
আওয়ামী যুব লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম,
সাবেক ছাত্রলীগ নেতা হাসিবুর রহমান হাসিব,
শেখ রাসেল ক্লাবের সভাপতি আমিরুল ইসলাম,
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান রাজা সেন্টু,
শ্রমিক নেতা মিজানুর রহমান মজনু।
এ সময় রায়পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম সাকলায়েন সেপু, জেলা পরিষদ প্যানেল মেয়র ও সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোহিদ মোর্শেদ অতুল, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, সজীব ওয়াজেদ জয় পরিষদের সভাপতি আবু সাঈদ টোকন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণসহ জেলা ও উপজেলা পর্যায়ের আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ অংশে ২১ শে আগস্ট, ১৫ আগস্টসহ দেশের জন্য যারা নিহত ও আত্মাহুতি দিয়েছেন এবং বিশ্বব্যাধি করোনা ভাইরাসে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ মসজিদের পেশ ইমাম ইলিয়াস হোসেন।
এ জাতীয় আরো খবর..