মেহেরপুরের গাংনী উপজেলার কাথুলী গ্রামে সাহেব আলী সেন্টুর পরিবারের পক্ষ থেকে অসহায় দরিদ্র ব্যক্তিদের মাঝে পবিত্র ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেলে কাথুলী বাজার থেকে এর কার্যক্রম এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। প্রত্যেকের সাথে ঈদের খুশি ভাগাভাগি করে নিতে কার্যক্রমের আওতায় প্রতিটি পরিবারকে সেমাই, সুজি, ময়দা, চিনি ও গুড়া দুধ প্রদান করা হয়।
সাহেব আলী সেন্টু সাবেক চেয়ারম্যান মরহুম ধনি উল্লাহ এর কনিষ্ঠ পুত্র।
এ কার্যক্রমের আওতায় প্রায় ২শ”টি হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র ঈদুল ফিতরের এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ সময় এক সংক্ষিপ্ত বক্তব্যে সেন্টু জানান, তিনি ২০১০ সাল থেকে এ কার্যক্রম চালিয়ে আসছেন। সমাজের যারা বিত্তবান মানুষ রয়েছেন তাদের নিজ নিজ এলাকায় এ ধরনের কার্যক্রম চালু করার আহ্বান জানান তিনি।