মেহেরপুরের গাংনী উপজেলার চরগোয়াল গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে দুই পক্ষের দু’জন আহত হয়েছে। শনিবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে গ্রামের জহুরুল ইসলামের মুদি দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহতরা হলো- চরগোয়ালগ্রাম শেখপাড়ার হযরত আলীর ছেলে লাভলু (৩২) ও অপর পক্ষের একই পাড়ার শহিদুল ইসলামের ছেলে রাজন (২৬)।
আহত লাভলু জানান, গ্রামের রাজন কোন কাজ কাম না করে বিভিন্ন জায়গায় চাঁদাবাজির চেষ্টা করে ও তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। আজ সন্ধ্যার দিকে গ্রামের মুদি ব্যবসায়ী জহুরুল ইসলামের দোকানের সামনে মোতালেবের সাথে রাজনের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়। আমি ঠেকাতে গেলে রাজনের পিতা শহিদুল ইসলাম আমাকে নিড়ানি দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে। তিনি আরো জানান, রাজন গত ৪ দিন আগে ডিস ব্যবসায়ী একই গ্রামের রিফুজি পাড়ার কাজী ওমর আলীর ছেলে সুজনকে ফুটবল মাঠের নিকটে আলতাব আলির দোকানের সামনে মারধর করে।
এ অভিযোগ অস্বীকার করে রাজনের স্ত্রী বিথী খাতুন জানান, লাভলু ও মোতালেব দুজনে মিলে গ্রামের মাঠে শ্যালো মেশিন চুরি করে বেড়ায়। তার স্বামী রাজন তাদেরকে নিষেধ করলে তারা ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে তার স্বামীকে রক্তাক্ত জখম করে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
স্থানীয়রা আহত লাভলু ও রাজনকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। দুজনের মাথায় প্রচন্ড আঘাত লাগায় তাদেরকে ভর্তি রাখা হয়েছে।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার চরগোয়াাল গ্রামে সংঘর্ষের ঘটনা শুনেছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।