মেহেরপুরের গাংনীতে অগ্নিকাণ্ডে ঘর ও গরু পুড়ে দুই কৃষকের ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন ছাতিয়ান গ্রামের ঈদগাহ পাড়ার ফয়েজ উদ্দিন এর ছেলে আপেল উদ্দিন ও একই গ্রামের বেলাল হোসেনের ছেলে জাহিরুল ইসলাম।
বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইছাহক আলী বিশ্বাস জানান, শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ছাতিয়ান গ্রামে অগ্নিকান্ডের সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিসের একটি টিম সেখানে যায়। ঘণ্টাব্যাপী প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে কৃষক আপেল উদ্দিনের ঘর ও ৩ টি গরু পুড়ে প্রায় দেড় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়ে গেছে। একই সাথে কৃষক জাহিরুল ইসলামের ঘর পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ ইসাহাক আলী আরো জানান, বৈদ্যুতিক মিটারের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে ভুক্তভোগী কৃষকরা সরকারি সহযোগিতা কামনা করেছেন।