বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল্লাহ আল মামুন এর নির্বাচন উপলক্ষে মেহেরপুরের গাংনী উপজেলার ০২ নম্বর তেঁতুলবাড়িয়া ইউনিয়ন শাখার উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে তেঁতুলবাড়িয়া ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।
তেতুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা কৃষি বিষয়ক সম্পাদক ফজলুল হক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, ও উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, প্রবীণ আওয়ামী লীগ নেতা মোশাররফ হোসেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জীবন আকবর, সাবেক জেলা ছাত্রলীগ সহ-সভাপতি আমিনুল ইসলাম রতন। ১২ নভেম্বর ২০২১ তারিখের ইউপি নির্বাচনে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে নৌকাকে বিজয়ী করার আশা ব্যক্ত করেন বক্তারা।
এ সময় সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।