বৃহস্পতিবার ভোরে মেহেরপুরের গাংনী-কুষ্টিয়া সড়কে তেরাইল ডিগ্রী কলেজের সামনে রাস্তায় জে আর পরিবহনের একটি যাত্রীবাহী কোচের সাথে ট্রাকের ধাক্কায় জে আর পরিবহনের চালকের সহকারীসহ অন্তত ৭ জন আহত হয়েছে। আহতদেরকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হচ্ছেন- চালকের সহকারী মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আসলাম আলীর ছেলে জাহাঙ্গীর আলম (২৫), আমঝুপি গ্রামের রায়হান উদ্দিনের ছেলে ইয়ারত আলী (৩৭), গাংনী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের মৃত আঃ ছাত্তারের ছেলে আব্দুস সালাম (৪৫), মৃত লিহাজদ্দিনের রেজাউল হক (৪৫), পশ্চিম মালসাদহ গ্রামের মহাসিন আলীর ছেলে মাহাবুব আলম (৩৫), চাঁদপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে দেলোয়ার হোসেন(৩৩) ও নওদাপাড়া গ্রামের মিঠুন আলীর ছেলে শান্ত (২৬)।
স্থানীয়রা জানান, বালু ভর্তি একটি ট্রাক (যার নং- ট্রাক-টুয়াডাঙ্গা ট-১১-০০৯৩) রাস্তার পাশে রাখা ছিল। ভোর পৌনে ৬ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা জে আর পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী কোচ (যার নং- ঢাকা মেট্রো ব-১৪-৬৮৯২) ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এ সময় জে আর পরিবহনের চালকের সহকারীসহ ৭ জন যাত্রী আহত হয়।
সংবাদ পেয়ে বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার ইছাহক আলী বিশ^াসের নেতৃত্বে একটি দল আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। আহতদের মধ্যে চালকের সহকারীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
প্রচন্ড কুয়াশায় সামনে দায়িয়ে থাকা ট্রাকটি জে আর পরিবহনের চালকের দৃষ্টি গোচর না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন বামুন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ইছাহক আলী বিশ্বাস।