মেহেরপুরের গাংনী উপজেলা ধানখোলা বাজারে নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে ধানখোলা বাজারে শের মোহাম্মদ মার্কেটের দ্বিতীয় তলায় এ দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাজার কমিটির সাবেক সভাপতি রোকনুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ধানখোলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মোতালেব, শরিফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, ইসলাম হোসেন, জিয়ারুল ইসলাম। অনুষ্ঠানে নব কমিটির সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক আবু সাইদ টোকন, কোষাধ্যক্ষ মহিবুল ইসলামসহ ধানখোলা বাজারের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশিষ্ট ব্যবসায়ী রেজানুর রহমান। পরে নব কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেয়া হয়।