মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে অভিযান চালিয়ে করবী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক জাহিদুল ইসলাম বিদ্যুৎকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বিদ্যুৎ উপজেলার চরগোয়াল গ্রামের ইছারদ্দিনের ছেলে।
মঙ্গলবার (১১ জুন) বিকেল সাড়ে চারটার দিকে গাংনী উপজেলার বামন্দি বাজার এলাকায় করবী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জেল ও জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করেছেন।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, উপজেলার কল্যাণপুর গ্রামের কালিতলা পাড়ার পিংকু আলী স্ত্রী রিভা খাতুন (২২) এর প্রসব বেদনা উঠলে পরিবারের লোকজন মঙ্গলবার (১১ জুন) ভোর বেলার দিকে তাকে বামন্দি বাজারের করবী ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি করেন। ক্লিনিকের ডাক্তার না থাকায় বিভিন্ন অজুহাতে প্রায় ছয় ঘন্টা পরে মেডিকেল অফিসার বিডি দাস সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনে মা বেঁচে গেলেও মারা যায় নবজাতক। এ সময় নবজাতকের মৃত্যুর বিচারের দাবিতে রোগীর আত্মীয়-স্বজনরা ক্লিনিকে অবস্থান নেয়। খবর পেয়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাদির হোসেন শামীম ওই ক্লিনিকে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়।
এসময় ক্লিনিকের পরিচালক জাহিদুল ইসলাম বিদ্যুৎ ক্লিনিকের লাইসেন্স নবায়ন না থাকা ও সেবা গ্রহীতার জীবন ও নিরাপত্তা বিঘ্নিতকারী কার্যক্রমের জন্য তাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।
পরবর্তীতে দণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বিদ্যুৎকে গাংনী থানা পুলিশের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে প্রেরণ করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ সুপ্রভা রানীসহ গাংনী উপজেলা পরিষদ আনসার সদস্যের একটি টিম ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।