মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দিতে পিকাপ ও ট্রাকটরের মুখোমুখি সংঘর্ষে পিকাপের চালকসহ দুইজন মারাত্মক আহত হয়েছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে বামন্দি কিববিয়া ফিলিং ষ্টেশনের সামনে পাকা সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- খলিশাকুন্ডি বাজার পাড়ার আব্দুল মজিদের ছেলে আসিব (২০) ও কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর মাদ্রাসা পাড়ার মৃত হাতেম মোল্লার ছেলে হেলাল উদ্দিন (২৬)।
পিকাপে থাকা সড়ক দুর্ঘটনায় অক্ষত কুষ্টিয়ার মিরপুর উপজেলার সদরপুর গ্রামের ঈদগাহ পাড়ার ফরিদুল ইসলামের ছেলে বাপ্পী জানান, পিকাপে করে খলিসাকুন্ডি থেকে মুদিও মালামাল নিয়ে বামন্দি আসার সময় কিববিয়া ফিলিং ষ্টেশনের সামনে দ্রুতগতিতে মাটি ভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পিকাপের বামপাশে ধাক্কা মারে। এতে করে পিকাপটির সামনের অংশ দুমড়ে মুচড়ে চালকসহ ৩ জন পিকাপের মধ্যে আটকা পড়ে। পরে বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা প্রায় ঘন্টাব্যাপী উদ্ধার কার্য পরিচালনা করে তাদেরকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক আহতদের প্রাথমিক চিকিৎসা দেন। তবে পিকাপ চালক হেলাল উদ্দিনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। তবে মাটি ভর্তি ট্রাকটরটি উল্টে গেলেও চালক ও গাড়ীর কোন ক্ষয়-ক্ষতি হয়নি।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।