মেহেরপুরের গাংনী উপজেলা বামন্দি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনে ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কর্মসুচি গ্রহন করা হয়। শুক্রবার সকালের দিকে গৃহীত কর্মসুচির মধ্যে প্রথমে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বামন্দি স্টেশন ভারপ্রাপ্ত ইনচার্জ ইসাহাক আলী বিশ্বাস ও কর্মরত অন্যান্য কর্মকর্তা ও বাহিনীর সদস্যগন স্বাস্থ্যবিধি মেনে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী দিবসের শুভ সূচনা করেন। পরবর্তীতে বাদ জুম’আ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর সাথে সম্পৃক্ত সকল সদস্য এবং তাদের পরিবার ও বাহিনীতে দেশের কল্যানে যারা জীবন উৎসর্গ করে শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠান সহ প্রীতিভোজের আয়োজন করা হয়।