মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দি বাজারে সড়ক দুর্ঘটনায় ট্রাক ড্রাইভার ও তার সহযোগী মারাত্মকভাবে আহত হয়েছে। সোমবার দুপুরে বামন্দি বাসষ্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। আহতরা হলো ট্রাকের ড্রাইভার মেহেরপুর সদর উপজেলার বেড়পাড়া গ্রামের আমির আলীর ছেলে জিয়ারুল ইসলাম (৪০) ও তার সহযোগী একই উপজেলার আমঝুপি গ্রামের খেজমত আলী (৩৫)। দুর্ঘটনায় খেজমত আলীর বাম হাত শরীর থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে রায়।
প্রত্যাক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বালু ভর্তি একটি ট্রাক (যার নম্বর ঝিনাইদহ-ট-১১-০৫৩১) বামন্দি রানা সিনেমা হলের সামনে পৌঁছুলে বামন্দি পশু হাটের দিক থেকে গরু বোঝাই একটি ট্রলি মেহেরপুর কুষ্টিয়া সড়কে আচমকা উঠে পড়ে। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায়। ড্রাইভার ও তার সহযোগী আটকা পড়ে। সংবাদ পেয়ে বামন্দি ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর সদস্যরা আহতদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।