মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর ইউনিয়নের বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের মালিকানাধীন ৪২ বিঘা জমির মধ্যে ২৭ বিঘা মাঠের জমি ইজারা দেয়াকে কেন্দ্র করে রহিদুল ইসলাম ও সাইদুল ইসলাম মেম্বর দু’পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে রহিদুল পক্ষের বেতবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়ার ইসহাক আলীর ছেলে রহিদুল ইসলাম (৪২) ও তার সহোদর বাবুল হোসেন (৩৫) আহত হয়।
অন্যদিকে, সাইদুল ইসলাম পক্ষের মৃত আলেক চাঁদের ছেলে ও ইউপি সদস্য সাইদুল ইসলাম (৩০), মৃত নূর বক্সের ছেলে সালেহীম (৫৫) ও নাজির হোসেনের ছেলে কমরুল হোসেন (৩৬)। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহত রহিদুল ইসলাম জানান, বেতবাড়িয়া হাইস্কুলের নামে মাঠে ৪২ বিঘা জমি রয়েছে। তন্মধ্যে ২৭ বিঘা জমি স্কুল কর্তৃপক্ষ প্রতিবছর বিভিন্ন ব্যক্তির নিকট ইজারা দিয়ে থাকেন। ওই জমি বেতবাড়িয়া গ্রামের বিভিন্ন ব্যক্তি ইজারা নিয়ে চাষাবাদ করে আসছিলেন।তিনিও গত বছর দুই বিঘা জমি ইজারা নিয়েছিলেন। কিছুদিন আগে জমি ইজারার মেয়াদ শেষ হয়েছে। শনিবার দুপুরের দিকে জমি ইজারা দেয়ার জন্য বেতবাড়িয়া হাইস্কুলে মাইকিংয়ের মাধ্যমে এলাকাবাসীকে ডাকা হয়। সে লক্ষ্যে এলাকাবাসীর উপস্থিতি স্কুলের পক্ষ থেকে প্রকাশ্যে ইজারা কার্যক্রম চলছিল। এসময় এবছর তাকে মাত্র এক বিঘা জমি ইজারা দেওয়ার ঘোষণা দিলে কর্তৃপক্ষের সাথে বাকবিতণ্ডা ও এক পর্যায়ে মেম্বার সাইদুল ইসলামের নেতৃত্বে তাদের দুই ভাইকে পিটিয়ে রক্তাক্ত জখম করা হয়। এ অভিযোগ অস্বীকার ও পাল্টা অভিযোগ করে মেম্বার সাইদুল ইসলাম জানান, রহিদুল ও বাবুলের নেতৃত্বে তার লোকজন আমাকে ও আমার লোকজনকে মেরে রক্তাক্ত জখম করেছে। এ বিষয়ে উভয়পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উভয়পক্ষের লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।