৭৪ মেহেরপুর – ২ (গাংনী) আসনের একাধিকবার নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশ আওয়ামী লীগের মেহেরপুর জেলা শাখার সাবেক সভাপতি জননেতা মকবুল হোসেন অসুস্থ। রোববার সন্ধ্যার পর তার শারীরিক সমস্যা দেখা দিলে তাঁকে কুষ্টিয়া আমিন ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে শারীরিক জটিলতা দেখা দিলে তাৎক্ষণিকভাবে ছোট একটি অপারেশন করে ভর্তি রাখা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সাবেক এমপি মকবুল হোসেনের একান্ত সহকারী সাহিদুজ্জামান শিপু। শারীরিক সুস্থতার জন্য তিনি সকল শ্রেণী পেশার মানুষের নিকট দোয়া প্রার্থনা করেছেন।