মেহেরপুরের গাংনী উপজেলার সাহারবাটিতে আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নিয়মিত মামলায় আরো দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১ মে ২০২১ ইং তারিখ) দিবাগত রাত পৌনে ৪ টার দিকে নিজ বাড়ি থেকে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সাহারবাটি গ্রামের রেজাউল ইসলামের ছেলে মহিদুল ইসলাম (৪০) ও একই এলাকার নেক মোহাম্মদের ছেলে মুকুল হোসেন (৪৮)।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, উপজেলার সাহারবাটি গ্রামের চারচারা বাজার এলাকায় আওয়ামী লীগের দু’গ্রুপের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গত ২৪ এপ্রিল দু’গ্রুপ পাল্টাপাল্টি মামলা করে। নিয়মিত ২১ নম্বর মামলার আসামি মইদুল ও মুকুল হোসেনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। ওই মামলার বাকি আসামিদের গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, ইতোপূর্বেও উভয় মামলার একাধিক আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।