মেহেরপুরের গাংনীর তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বৃহস্পতিবার রাত ৯ টার দিকে তেঁতুলবাড়িয়া বিওপি’র সীমান্ত এলাকা খাসমহল মাঠ থেকে এ বিদেশী পিস্তলটি উদ্ধার করা হয়।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রেসবিজ্ঞপ্তি মারফত জানা গেছে, মেহেরপুরের গাংনীর তেতুলবাড়িয়া এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযানে সীমান্ত পিলার ১৩৭/৫-এস হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে খাসমহল মাঠ নামক স্থানে হাবিলদার মোঃ আজাদ মোল্লা এর নেতৃত্বে মালিকবিহীন অবস্থায় ০১টি বিদেশী পিস্তল উদ্ধার করেন। যার সিজার মূল্য এক লাখ টাকা। উদ্ধারকৃত পিস্তলটি গাংনী থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।