মেহেরপুরের গাংনীতে এতিম শিশুদের ঈদ উপলক্ষে নতুন পাঞ্জাবী উপহার দিয়েছে গাংনী উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ । সোমবার বিকেলে গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক এর উদ্যোগে গাংনী নূর মোহাম্মাদ রাবেয়া দারুল উলুম এতিমখানার শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ পাঞ্জাবি বিতরণ করা হয়। এ বিতরণ কর্মসূচীতে মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মদ, যুগ্ন-সাধারণ সম্পাদক তপু রায়হান রবিন, ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খান, গাংনী উপজেলা ছাত্রলীগ কর্মী সাকিবুর রহমান সাকিব, রিসাদ ইসলাম, মুন্না, বাধন, হ্দয়, ইমন, ফারদিন, কনিক প্রমুখ উপস্থিত ছিলেন।