জনপ্রশাসন মন্ত্রাণলয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি মহাদোয়ের নির্দেশনায় ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন এর সহায়তায় করোনা ভাইরাস প্রতিরোধে গাংনী উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গাংনী বাজারের কাথুলী মোড়ে ফ্রি মাষ্ক ও হ্যান্ড স্যানিটাইজার বুথের উদ্বোধন করেছে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ। রোববার দুপুরে মাষ্ক ও হ্যান্ড স্যানিটাইজার বুথের উদ্বোধনে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শাহাজাহান আলি, ফিরোজ আহম্মেদ, ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক আহমেদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রিড়া সম্পাদক আশিক আহম্মেদ, ছাত্রলীগ কর্মী শাহরিয়ার সাকিল, ইমন, রিদয়, বাধন, সাজ্জাদসহ অন্যান্য নেতৃবৃন্দ।