মেহেরপুরের গাংনী উপজেলা শিক্ষা অফিসার (চঃদাঃ) আলাউদ্দিন এর বদলি হয়েছে। সোমবার (২৬/০৭/২০২১ ইং) তারিখ দুপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন-১) মোঃ আব্দুল আলীম স্বাক্ষরিত জারি করা একটি আদেশে এ বদলি করা হয়। তার বদলিকৃত কর্মস্থল ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শিক্ষা অফিস।
জারিকৃত আদেশ থেকে জানা গেছে, গাংনী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে মোঃ ইসমাইল হোসেন (চঃদাঃ) কে পদায়ন করা হয়েছে। তিনি ঝিনাইদহের শৈলকুপা উপজেলা শিক্ষা অফিস থেকে বদলি হয়ে গাংনী উপজেলা শিক্ষা অফিসার হিসেবে যোগদান করবেন। গাংনী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দিন একজন দক্ষ অফিসার উল্লেখ করে তার উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন দপ্তরের কর্মকর্তা কর্মচারী ও শিক্ষকবৃন্দ।