মেহেরপুরের গাংনী পৌর সভার উদ্যোগে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকেলে গাংনী বাসস্ট্যান্ডে পথচারীদের মাঝে এ মাস্ক বিতরণ করা হয়। দেশের সব ক’টি জেলাতেই ক্রমাগত বেড়েই চলেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব। করোনা ভাইরাস প্রতিরোধে সরকারি-বেসরকারি প্রতিস্থান, রাজনৈতিক দল, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মানুষকে সচেতন করে চলেছেন। এ কার্যক্রমের অংশ হিসেবে গাংনী পৌরসভায় শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী’র নেতৃত্বে প্রায় ১ হাজার জন পথচারীর মাঝে মাস্ক বিতরণ করা হয়।
এ সময় প্যানেল মেয়র, সাধারণ ও মহিলা কাউন্সিলর বৃন্দ উপস্থিত ছিলেন।