মেহেরপুরের গাংনী পৌরসভার নব নির্বাচিত মেয়র আহম্মেদ আলীকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন বামন্দি ইউনিয়নের নেতৃবৃন্দ।
শনিবার সন্ধ্যায় এ বামন্দি বাজারে এ ফুলেল শুভেচ্ছা দেওয়া হয়। বামন্দি ইউনিয়ন কৃষক লীগের আহ্বায়ক জিয়ারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গাংনী পৌরসভার নবনির্বাচিত মেয়র আহম্মেদ আলী। অনুষ্ঠানে পরস্পর কুশলাদি বিনিময় ছাড়াও আগামী ১৫ তারিখ সোমবার বাংলাদেশ সরকারের মাননীয় জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এঁর আগমন ও সমাবেশ উপলক্ষে মতবিনিময় সভা করা হয়।
এ সময় মেহেরপুর জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এ্যাডঃ রাশেদুল হক জুয়েল, বামন্দি বাজার কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবু, মেহেরপুর জেলা হেযবুত তওহীদের সভাপতি শরিফুল ইসলামসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।