মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ভৈরব ক্লাবের উদ্যোগে গোভীপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোভীপুর প্রিমিয়ার গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
বুড়িপোতা ইউনিয়নের চেয়ারম্যান মো. শাহজামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এসময় তিনি উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য মো. আলমগীর হোসেন লাল্টু, গোভীপুর ভৈরব ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল হাসান পলাশ, জাহাঙ্গীর হোসেন প্রমূখ। টুর্ণামেন্টে মোট ৩২টি ক্লাব অংশগ্রহন করছে।
উদ্বোধনী খেলায় দীঘিরপাড়া একাদশ জয়লাভ করে। খেলায় দীঘিরপাড়া একাদশ ৫ উইকেটে বর্শীবাড়িয়া একাদশকে পরাজিত করে। প্রথমে ব্যাট করতে নেমে বর্শীবাড়িয়া একাদশ নির্ধারিত ১৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। দলের পক্ষে হুসাইন ১৮ রান এবং দীঘিরপাড়া একাদশের মোয়াজ্জেম ৩টি উইকেট লাভ করেন। জবাবে খেলতে নেমে দীঘিরপাড়া একাদশ ১৩ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। রিয়াজ দলের পক্ষে ২৫ রান সংগ্রহ করায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।