ফেন্সিডিল রাখার অপরাধে মোমিনুল হক নামের এক ব্যক্তিকে ৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে বিজ্ঞ আদালত। সোমবার মেহেরপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক রিপতি কুমার বিশ্বাস এ রায় দেন। মেমিনুল হক কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের মোতালেব হোসেনের ছেলে। ২০১৭ সালে ডিবি পুলিশ তাকে ফেন্সিডিলসহ গ্রেফপ্তার করেন। ওই ঘটনায় গাংনী থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। মামলায় মোতালেব দোষী প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত তাকে ৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন। মামলায় রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি শহীদুল হক এবং আসামিপক্ষে আসাদুল আলম খোকন কৌশলী ছিলেন।