মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া ইউনিয়নে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের মাধ্যমে দুস্থ ও জনসাধারণকে চিকিৎসা ও ফ্রী ঔষধ বিতরণ করে “ভ্যালেন্টাইন ডে” পালন করেছে বিজিবি’র সদস্যরা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) শহড়াতলা কমিউনিটি ক্লিনিকে এ ক্যাম্পেইনের আয়োজন করে।
মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় দুস্থ জনসাধারণের মাঝে চিকিৎসা সেবা প্রদান করেন বর্ডার গার্ড হাসপাতাল চুয়াডাঙ্গার অতিরিক্ত পরিচালক ও মেডিসিন স্পেশালিস্ট (এফসিপিএস মেডিসিন) মোঃ মোকতার হোসেন।
ক্যাম্পেইনে প্রায় ৩০০ জন স্থানীয় দুস্থ জনসাধারণকে চিকিৎসা সেবা প্রদানসহ তাদের মাঝে ফ্রীতে ঔষধ বিতরন করা হয়।
এ সময় কুষ্টিয়া ব্যাটালিয়নের সহকারী পরিচালক জিয়াউর রহমান, বিজিবি কাজিপুর কোম্পানির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মান্নান, শেওড়াতলা বিজিবি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার হাবিলদার কামাল হোসেন মোল্লা, তেতুলবাড়িয়া ইউপি সদস্য শরিফুল ইসলাম লাটু, মেডিকেল সহকারী ওয়াসিকুজ্জামান, ওলিউল্লাহ, রফিকুল ইসলাম, ফারহানা ইয়াসমিন ও খাদিজা ইয়াসমিনসহ শেওড়াতলা বিজিবি ক্যাম্পের সদস্যরা উপস্থিত ছিলেন।