সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:০৯ অপরাহ্ন

বাংলাদেশ ও ভারতীয় সেনা বাহিনীর যৌথ সাইক্লিং র‌্যালী

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : বুধবার, ১৭ নভেম্বর, ২০২১
  • ৮৫১ বার পঠিত

স্বাধীনতার ৫০ বছর পুর্তী উপলক্ষে যৌথ সাইক্লিং র‌্যালী করেছে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনী। দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ব সম্পর্ক সুদৃঢ় করতে এ র‌্যালীর আয়োজন করা হয়। গত ১৫ নভেম্বর থেকে এ র‌্যালী শুরু হয়ে আগামী ১৯ নভম্বর পর্যন্ত চলবে। প্রতিনিধিদলটি মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত এলাকা পরিদর্শন করবেন।

সেনা বাহিনী সুত্রে জানা গেছে, গত ১৪ নভেম্বর ভারতীয় সেনা বাহিনীর একটি চৌকস দল সাইক্লিং র‌্যালী সহকারে যশোর বেনাপোলের নোম্যান্সল্যান্ডে এসে পৌঁছলে যশোর ৫৫ পদাতিক ডিভিশনের ব্রিগেডিয়ার জেনারেল হাফিজুর রহমান ফুল দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানান। বাংলাদশ সেনাবাহিনীর ১৯ সদস্যের একটি টীম এ সাইক্লিং র‌্যালীতে যোগ দেন। দু’দেশের ৩৯ জন সেনাবাহিনীর সদস্য যশোর, ঝিনাইদহ হয়ে কুষ্টিয়ায় অবস্থান করেন। কুষ্টিয়া থেকে আজ বুধবার সকাল ৮ টায় রওনা দিয়ে ১০ টার দিকে মেহেরপুরের গাংনী জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কিছুক্ষণ অবস্থান করে মেহেরপুরের উদ্দশ্য রওয়ানা হয়।

র‌্যালীটি মেহেরপুর হয়ে চুয়াডাঙ্গা ও মুজিবনগরের মুক্তিযুদ্ধ স্মৃতি বিজড়িত এলাকা পরিদর্শন শেষে মেহেরপুর সার্কিট হাউজ ও টিটিসিতে অবস্থান করবে। যৌথ র‌্যালীটি আগামী ১৯ নভেম্বর চুয়াডাঙ্গার দর্শনা স্থল বদর দিয়ে ভারতে প্রবেশ করবে ।

র‌্যালিতে বাংলাদেশের নেতৃত্বে রয়েছেন মেজর মাহমুদ আফজাল এবং ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে রয়েছেন কর্ণেল মোহিত সিং। র‌্যালীর নিরাপত্তা নিশ্চিত করণে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র‌্যাব ও পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo