বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআরএম) মেহেরপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস উপলক্ষে রবিবার বিকালে মেহেরপুর শহরের হালদার পাড়ায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। “জাতপাত ও পেশা ভিত্তিক বৈষম্য প্রতিরোধে প্রস্তাবিত বৈষম্য বিলোপ অনতিবিলম্বে আইন প্রণয়ন ও আদমশুমারি ২০২১ এ দলিত জনগোষ্ঠীর জন্য আলাদা তথ্য সংগ্রহ অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার আন্দোলন (বিডিআরএম)’র সভাপতি অনন্ত হালদার। এ সময় অন্যদের মধ্যে শ্যামল হালদার, ভাস্কর হালদার, স্বপন হালদার, পাপ্পু হালদার, নিরা হালদার, মঙ্গল হালদার, চিন্তা হালদার, সুমিতা হালদার, নিধি প্রমূখ উপস্থিত ছিলেন।