বাংলাদেশ স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে মেহেরপুরের গাংনীতে র্র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকালে একটি বর্ণাঢ্য র্্যালি গাংনী উপজেলা পরিষদ থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূর্বের স্থানে এসে শেষ হয়। র্্যালি শেষে উপজেলা গেটে ফিতা কাটা ও কবুতর অবমুক্ত করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কথাসাহিত্যিক রফিকুর রশীদ রিজভী।
বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, সহকারী কমিশনার (ভূমি) নূর-ই- আলম সিদ্দিকী, গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি পাঠাগারের সম্পাদক ইয়াসিন রেজা, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, সাবেক ছাত্রনেতা শেখ আনিসুজ্জামান লুইস, আব্দুর রকিব, উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে উপজেলা পরিষদ চত্বরে এনজিও এবং বিভিন্ন দপ্তরের মোট ২২ টি স্টল স্থান পেয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে অতিথিরা স্টলগুলো ঘুরে ঘুরে দেখেন এবং প্রত্যেকটি স্টল প্রধানদের সাথে কুশলাদি বিনিময় এবং সংশ্লিষ্ট বিষয়ে সম্যক ধারণা নেন।