বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে মেহেরপুরের গাংনীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার আর এম সেলিম শাহনেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এম এ খালেক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
সভায় বক্তব্য রাখেন, গাংনী বাজার কমিটির সভাপতি মাহবুবুর রহমান স্বপন, সাধারণ সম্পাদক বজলুর রহমান বুলু, গাংনী বাজারের সোবহান হোটেলের স্বত্বাধিকারী আব্দুস সোবহান, আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু প্রমুখ। সভায় আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য যাতে নিয়ন্ত্রণ ও সহনীয় পর্যায়ে থাকে সে বিষয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন বক্তারা। এ সময় গাংনী থানা পুলিশের এস আই সুধাংশু হালদার, উপজেলা পরিষদ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ধরনের ব্যবসায়ী ও প্রিন্ট এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।