বীর মুক্তিযোদ্ধা ও প্রবীনদের মাঝে শাল (চাদর) বিতরণ করেছেন ৭৪, মেহেরপুর -২ (গাংনী) আসনের মাননীয় সংসদ সদস্য সাহিদুজ্জামান খোকন। আজ রোববার দুপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষাসৈনিক শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে নিজ বাসভবন থেকে তিনি এ শাল বিতরণ করেন। কার্যক্রমের আওতায় ২০ জনের মাঝে এ শাল বিতরণ করা হয়। এ সময় বামন্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম বিশ্বাস, মটমুড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহেল আহমেদ, তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস, বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মনিরুজ্জামান আতু, কাথুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলজার হোসেন, মটমুড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল বারী, সাহারবাটি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকরাম আলী খান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আজ সকাল ৮ টার সময় মাননীয় এমপি সাহিদুজ্জামান খোকন গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে শোক, জাতীয়, দলীয় ও অঙ্গ সংগঠনের পতাকা উত্তোলন করেন। পরে ভাষা সৈনিক শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে একটি বিশাল র্্যালি নিয়ে উপজেলা পরিষদ শহীদ মিনারে পুষ্পার্ঘ অর্পণ করেন। শহীদদের উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন ও আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।