মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটুক্তি করায় বিএনপি সাংসদ মোয়াজ্জেম হোসেন আলালের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও কুশপুত্তলিকা দাহ করেছে মেহেরপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেলে গাংনী পৌর এলাকা কাথুলী মোড় হতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গাংনী বাসস্ট্যান্ডে এসে শেষ হয়।
এ সময় মেহেরপুর জেলা ছাত্রলীগের ছাত্রবৃত্তি সম্পাদক হিরোক খানের উপস্থাপনায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ফিরোজ আহম্মেদ, গাংনী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক।
অন্যানের মধ্যে মেহেরপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান আকাশ, ছাত্রলীগ কর্মী তুহিন, সাব্বির, সাকিল, ইমরান, মুন্না, রিমন, সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন।