মেহেরপুরের মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামে মাদকসেবী মনিরুল ইসলামের ধারালো হাসুয়ার কোপে স্থানীয় স্বেচ্ছা সেবকলীগ কর্মী সাইদুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় জনগন পিটিয়ে হত্যা করেছে ওই মাদক সেবী মনিরুল ইসলামকে। আজ (১২ জুন) শনিবার বেলা ১১টার দিকে যতারপুর বটতলার মোড়ে এ দুটি হত্যা কান্ডের ঘটনা ঘটে।
নিহত সাইদুর রহমান ওই গ্রামের রফিকুল ইসলামের ছেলে আর মনিরুল ইসলামের পিতার নাম আবুল হোসেন। পুলিশ লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
স্থানীয়রা জানান, মনিরুল ইসলাম এলকার একজন চিহ্নিত মাদকসেবী। সে প্রকাশ্যে মাদক সেবন করতো। সেই সাথে ঘটাতো নানা ধরণের অপরাধ। মনিরুলের সাথে এলাকার বিভিন্ন অপরাধীদের সাথে সম্পৃক্ততা থাকায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পেতো না। তার মাদক সেবনের প্রতিবাদ করায় নির্মমভাবে খুনের স্বীকার হন সেচ্ছাসেবক লীগ কর্মী সাইদুর রহমান। এ সময় উত্তেজিত জনতা পিটিয়ে হত্যা করে মনিরুলকে।
পুলিশ সুপার এস এম মুরাদ আলি বলেন, মনিরুল ইসলাম নামের একজন মাদক সেবীকে মাদক সেবনে নিষেধ করেন স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের নেতা সাইদুর রহমান। এ সময় মাদকসেবী মনির ও স্থানীয় নেতা সাইদুর রহমানের কথা কাটাকাটির এক পর্যায়ে মনিরুলের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় কোপ দিলে সে ঘটনাস্থলে মারা যায়। পরে মনিরুল ইসলাম পালিয়ে যেতে গেলে স্থানীয় উত্তেজিত জনতা গনপিটুনী দিলে মনিরুল ইসলামও মারা যায়। এটা স্থানীয় মানুষের কাছ থেকে আমরা জানতে পেরেছি। তবে আমাদের ডিবি ও সিআইডিসহ পুলিশের পক্ষ থেকে বিস্তারিত তদন্ত করা হবে। এ ঘটনায় ওই এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।