মেহেরপুরের কাথুলী সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজাসহ নয়ন মালিথা (৩০) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র জোয়ানরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) রাত ১০ টার দিকে কাথুলী বিওপি’র সীমান্ত এলাকা কুতুব মাঠ থেকে মাদকসহ তাকে আটক করা হয়। আটককৃত নয়ন মালিথা মেহেরপুরের সদর উপজেলার কুতুবপুর গ্রামের মৃত আহমদ মালিথার ছেলে।
বিজিবি ৪৭ ব্যাটালিয়নের অধিনায়ক মোঃ আরিফুল হক এক প্রেস বিজ্ঞপ্তি মারফত বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, কাথুলী বিওপি এলাকায় সীমান্ত পিলার ১৩২/১৮- আর হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কুতুবপুর মাঠে হাবিলদার সরদার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বাংলাদেশী নাগরিক মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর গ্রামের আহমদ মালিথার ছেলে নয়ন মালিথা (৩০) কে ভারতীয় ১০ কেজি গাঁজাসহ আটক করেছে বিজিবি।
আটককৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৩৫ হাজার ২০ টাকা।
আটককৃত নয়ন মালিথার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মাদকদ্রব্য মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়েছে। মামলা নম্বর-৪০, তারিখ ২৪/০৩/২০২৩ ইং