মেহেরপুরের গাংনীতে আওয়ামীগের বিশাল জনসভায় শতাধিক লোকের পকেটমারের ঘটনা ঘটেছে। জনসভা সফল হলেও নেতাকর্মীসহ সহজ-সরলমনা এলাকাবাসীর পকেট মেরে মোবাইল ও নগদ টাকা হাতিয়ে নিয়েছে একটি পকেটমার চক্র। জনসভার ভীড়ের মাঝে কৌশলে ওই চক্রটি প্রায় শতাধিক মোবাইল ও লক্ষ লক্ষ টাকা পকেট থেকে বের করে নিয়েছে। তবে ওই পকেটমার চক্রের একজনকে হাতে নাতে আটক করে গাংনী থানা পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা। সন্ধ্যার পরে থানায় অভিযোগ করতে আসা শতাধিক মানুষের ভীড় দেখা যায়।
স্থানীয়দের অনেকেরই সন্দেহ সকালের দিকে ওই চক্রটি এ্যামিটেশনের তৈরী নৌকা, বঙ্গবন্ধুর ছবি ও শহীদ মিনার সম্বলিত কোট পিন বিক্রি করছিল। তারাই ওই পকেটমার চক্রের সদস্য বলে প্রাথমিকভাবে ধারনা করছে এলাকাবাসী।
গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সন্দেহভাজন একজনকে স্থানীয়রা আটক করে আমাদের কাছে দিয়েছে। তার প্রাথমিক চিকিৎসার জন্য গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসা শেষে এ ব্যাপারে তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।