মেহেরপুরের গাংনীতে ট্রলি চাপায় রোজা খাতুন (৬) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। রোজা উপজেলার গোপালনগর গ্রামের আসাদুল ইসলামের মেয়ে এবং স্থানীয় ব্র্যাক স্কুলের প্রথম শ্রেণীর ছাত্রী।
ঘটনা সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ১০ টার দিকে রোজা তার পিতা-মাতার সাথে মোটরসাইকেল যোগে নানার বাড়ি বেড় গ্রামে যাচ্ছিল। পথিমধ্যে আড়পাড়া নামক স্থানে পৌঁছলে একটি স্টিয়ারিং গাড়িকে ওভারটেক করার সময় পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির সাথে ধাক্কা লেগে রোজার পিতা মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাকা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় পিছন দিক থেকে আসা ধান ভর্তি স্টিয়ারিং গাড়ি চালক নিয়ন্ত্রণ হারালে স্টিয়ারিং গাড়ির ধাক্কায় রোজা মারাত্মকভাবে আহত হয়। রোজার পিতা-মাতা অক্ষত অবস্থায় থাকে। স্থানীয়রা রোজাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ হামিদুল ইসলাম রোজাকে মৃত ঘোষণা করেন।
গাংনী থানা ইন্সপেক্টর (তদন্ত) শাহ আলম জানান, সড়ক দুর্ঘটনায় শিশু নিহত এর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।