বিএসটিআই থেকে কেবলমাত্র একটি পণ্যের অনুমোদন নিয়ে তৈরী করছেন ১৬টি পণ্য। এ অপরাধে মেহেরপুরের গাংনীর এআর কেমিক্যাল ফ্যাক্টরীতে অভিযান চালিয়েছে ফ্যাক্টরির মালিক আশাদুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৮ জানুয়ারী) দুপুরে গাংনী পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ড (পশ্চিম মালসাদহ) এলাকায় এ অভিযান চালানো হয়। আসাদুল হক উপজেলার গোপালনগর গ্রামের ফজলুল হকের ছেলে।
অভিযান সুত্রে জানা গেছে, আসাদুল ইসলামের এআর কেমিক্যাল ফ্যাক্টরীতে ডিটারজেন্ট পাওয়ার তৈরীর জন্য বিএসটিআই অনুমোদন রয়েছে। এর আড়ালে তিনি বেশ কিছুদিন ধরে তৈরী করছেন টয়লেট ক্লিনার, গ্লাস ক্লিনার, ডিস ওয়াশ ও ফ্লোর ওয়াশসহ বিভিন্ন প্রকার ক্লিনিং পণ্য। মেহেরপুর জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কারখানায় অভিযান চালায়। এসময় মেহেরপুর জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা ঘটনার সত্যতা পান। কারখানা মালিককের ভোক্তা অধিকার আইনে দোষী সাব্যস্ত করে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ডাদেশ দেন। সেই সাথে অনুমোদনবিহীন পণ্য জব্দ করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা গাংনী থানা পুলিশের একটি বিশেষ টিম সহযোগিতা করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসতুরা আমিনা বলেন, অনুমোদন বিহীন উৎপাদিত পণ্য জব্দ করা হয়েছে। অনুমোদনবিহীন পণ্য উৎপাদন ও বাজারজাতকরণের বিষয়ে সতর্ক করা হয়েছে। কারখানা মালিক অনুমোদন নিবেন বলে আর্জি জানিয়েছেন। পুনরায় এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেয়া হয়েছে।