শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১১:০৬ অপরাহ্ন

মেহেরপুরের গাংনীতে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের উদ্যোগে মানববন্ধন

তোফায়েল হোসেন
  • আপডেট টাইম : রবিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২১
  • ৬১৪ বার পঠিত

মেহেরপুরের গাংনীতে মানববন্ধন করেছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদের গাংনী উপজেলা কমান্ডের সদস্যরা। রোববার বেলা ১১ টার দিকে উপজেলা পরিষদ শহীদ মিনার চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুক্তিযোদ্ধা যাচাই- বাছাইয়ের নামে ভাতাভোগী মুক্তিযােদ্ধাদের তালিকা থেকে বাদ দেয়ার অপচেষ্টার প্রতিবাদে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযােদ্ধা সন্তান সংসদের আহবায়ক সাবদার আলী, সদস্য সচিব মনির হােসেন হিটলার, যুগ্ম আহবায়ক নাজমুল হােসেন, সেকেন্দার আলী ও আলাউদ্দীন, বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী প্রমুখ। মানববন্ধনে অভিযোগ তুলে বক্তারা বলেন, এক শ্রেণীর অসাধু চক্র ভাতাভোগী মুক্তিযোদ্ধাদের ষড়যন্ত্রমূলকভাবে যাচাই-বাছাই নামে তালিকা থেকে বাদ দেয়ার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। এ ধরণের ষড়যন্ত্রের তীব্র প্রতিবাদ জানিয়ে প্রয়োজনে উচ্চ আদালতে মামলাসহ কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়ার মতামত ব্যক্ত করেন বক্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 gangnisongbad.com
Theme Dwonload From ThemesBazar.Com
ThemesBazar-Jowfhowo