মেহেরপুরের গাংনীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক মারাত্মকভাবে আহত হয়েছে। শুক্রবার সকাল নয়টার দিকে উপজেলার সাহারবাটি গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর গ্রামের মহিবুল ইসলাম এর ছেলে ইমতিয়াজ হোসেন (২০) ও গাংনী উপজেলার রাধাগোবিন্দপুর গ্রামের সাগর আলীর ছেলে সম্রাট (২২)।
স্থানীয় সূত্রে জানা গেছে, পশু চিকিৎসক ইমতিয়াজ আলী পশু চিকিৎসা করার জন্য সাহারবাটি গ্রামে যাওয়ার পথে খলিল ডাক্তারের বাড়ির সামনে সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অপর একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেন। এদের মধ্যে ইমতিয়াজ আলীর অবস্থা গুরুতর হওয়ায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।