মুজিববর্ষের “শতঘণ্টা মুজিবচর্চার” অংশ হিসেবে মেহেরপুরের বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয়েছে। কর্মসূচির আওতায় শনিবার সকালের দিকে বিদ্যালয় আঙ্গিনায় ৫০ টি ফলজ ও বনজ গাছের চারা রোপন করা হয়। কর্মসূচির নেতৃত্ব দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, বৃক্ষরোপণ করলেই হবে না তার সঠিক পরিচর্যা করতে হবে। বৃক্ষ একদিকে যেমন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গড়ে উঠবে সবুজ বনায়ন তেমনই জাতির জনকের প্রতি জানানো হবে প্রাণদীপ্ত শ্রদ্ধা। এ সময় বর্শিবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষকমন্ডলী ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষাংশে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা ও বিশ্বব্যাধি করোনা ভাইরাস থেকে মুক্তি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।